Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হযরত মেহের আলী শাহ (রঃ) এর মাজার শরীফ, কোড়াবাড়ী।
স্থান
কোড়াবাড়ি মেহের আলী শাহর মাজার, ব্রাহ্মণবাড়িয়া।
কিভাবে যাওয়া যায়
যাতায়াত - ব্রাহ্মণবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স/ আশুগঞ্জ- আগরতলা ট্রানজিট রোডে দুবলা নেমে থেকে সিএনজি/ রিক্সা যোগে মেহের আলী শাহ (এর) মাজারে আসা যায়। ভাড়ার হার- ১৫ -২০ টাকা। (জনপ্রতি)
বিস্তারিত

মেহের আলী শাহর জন্মস্থান কোড়াবাড়ী গ্রামে। ইতিহাস / মুরব্বীদের কাছ থেকে জানা যায় তিনি অত্র এলাকায় ইসলাম প্রচারের জন্য নিজিকে উৱসর্গ করেন। কতিত আছে জনসাধারনের যে কোন বিপদে আপদে তাদের পাশাপাশি থেকে তাদের দৱখ দুর্দশায় পাশে এসে দাড়াত। তিনির অলোলিখ শক্তি সম্পর্কে বনর্ণা করতে গিয়ে অত্র ইউনিয়নের এবং কোড়াবাড়ী গ্রামের জনাব ডা. আবু ছালাম বলেন, তার স্বচক্ষে দেখা একটি ঘটনা তিনি বলেন, একটি লোক মুমূর্ষু অব্যস্থায় তার নিকট আসিলে হযরত মেহের আলী শাহ।সেই লোকটি তার হাতের দা দিয়ে অত্র লোকটিকে কুপিয়ে হাড় মাংস আলেদা করে ফেলেন। কয়েক দিন পর দেখা গেলো যে, অত্র লোকটি সম্পূর্ন ভাবে ভাল হয়ে গেছো কোন রকমের োষুধ পত্র ছাড়া। এবং আঘাতের কোন চিন্হ ও দেখো গেলো না। তাছাড়া তিনি নিজের পা ছোলায় দিয়ে পাক সাকের কাজ করতেন। এবং একই সময়ে তাকে বিভিন্ন জায়গায় দেখা যেত। যার নির্দশন এখনকার এইমাজার।  প্রতি বছর এই মাজারে  বার্ষিক ওরশ- পৈাষ মাসের -০৯ তারিখ ও মাহফিল অনুষ্ঠিত হয়েথাকে।এছাড়া ও প্রতেক্য বৃহ্সপ্রতিবার অনেক লোকের সমাগম হয়।বর্তমানে এখানে একটি এতিমখানা সহ মাজার উন্নয়নের কাজ চলতেছে।